॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী খানগঞ্জে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালাচাঁদ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দিরে গতকাল ১৫ই জানুয়ারী দুপুরে নামযজ্ঞ মঞ্চের অসমাপ্ত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশনায় পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডুর পিতা স্বর্গীয় দিলীপ কুমার কুন্ডু ও মাতা স্বর্গীয় কল্পনা রানী কুন্ডুর স্মৃতি রক্ষায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালাচাঁদ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দিরের নামযজ্ঞ মঞ্চের অসমাপ্ত নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১টার দিকে মন্দিরে কীর্তন পরিবেশন, আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলগাছী খানগঞ্জের শ্রী শ্রী কালাচাঁদ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দিরের সভাপতি ডাঃ জে.সি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র বিশ্বাস, শ্রী শ্রী কালাচাঁদ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দিরের কার্যকরী সভাপতি অপূর্ব কান্তি সাহা, সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা ও সহ-সাধারণ সম্পাদক গোকুল সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন কার্তিক চন্দ্র সাহা ও উত্তম কুমার দেবনাথ। বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের পুরহিত রাজকুমার চক্রবর্তী। অনুষ্ঠানে জানানো হয়, এ বছর থেকে গৌরাঙ্গ মহাপ্রভূর স্মরণে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রসঙ্গত ঃ নাটোরের রাজা রামজীবন রায়ের পুত্রবধূ রানী ভবানী ১৮০৩ সালে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর মন্দির প্রতিষ্ঠা করেন। প্রাচীনতম মন্দিরের কিছু নিদর্শন রেখে তদস্থলে নাটমন্দির নির্মাণ করা হয়। কিন্তু নাটমন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠানের মূল মঞ্চের কাজ অসমাপ্ত ছিল।