॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ চলায় খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
গতকাল ৯ই জানুয়ারী সকালে গিয়ে দেখা যায়, এই শীতের বাতাস-কুয়াশা ও মাঝে-মধ্যে হালকা বৃষ্টির মধ্যেই বিদ্যালয়ের খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের উচিত ছিল ক্লাস রুমের বিকল্প ব্যবস্থা করে তারপর নতুন ভবন তৈরীর কাজ করা। শিক্ষার্থীরা জানায় তাদের অনেক কষ্ট করে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতী মৈত্র বলেন, বিদ্যালয়ের নতুন ভবন তৈরীর কাজ চলছে। পাঠদানের ক্লাসরুম না থাকার কারণে খোলা আকাশের নীচেই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক বলেন, আগামী শনিবারের মধ্যে টিনের ছাপরা ঘর তৈরী করে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।