॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুলক কুমার লাহিড়ী(৭৬) আর নেই।
গত ৮ই জানুয়ারী রাত ১০টার দিকে তিনি বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের নিজ বাড়ীতে পরলোকগমন করেছেন।
গতকাল ৯ই জানুয়ারী বেলা ১১টায় বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বাংলাদেশ ব্রাক্ষ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, বালিয়াকান্দি সরকারী কলেজের সকল শিক্ষক মন্ডলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পিযুষ কর প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার ক্যান্সারে ভুগছিলেন। আগামী ২৩শে জানুয়ারী প্রয়াতের জাবরকোল গ্রামের নিজ বাড়ীতে শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।