বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুরে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণ সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

॥মাহবুব হোসেন পিয়াল॥ স্যার ফজলে হাসান আবেদ ছিলেন নিঃস্ব-হতদরিদ্র মানুষের বন্ধু। মানব দরদী এ সংগঠক নিবেদিত ছিলেন মানবসম্পদের উন্নয়নে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিতপ্রাণ এক উন্নয়ন মহানায়ক। সমাজের প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে তার অবদান অপরিসীম। তার সুদৃঢ় নেতৃত্বে ব্র্যাকসহ বেসরকারী সংস্থাগুলো দেশের মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে তাদের জীবনমান উন্নত করেছে।
গতকাল ৮ই জানুয়ারী বিকালে ফরিদপুরে অনুষ্ঠিত এক স্মরণ সভায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সম্পর্কে বক্তাগণ এসব কথা বলেন। ফরিদপুরের এনজিও এফডিএ’র কার্যালয়ে এনজিওসমূহের ব্যানারে এই স্মরণসভার আয়োজন করা হয়।
এফডিএ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় সুরেশ হালদার, হাফিজুর রহমান মন্ডল, ফজলুল হাদী সাব্বির, আসমা আক্তার মুক্তা, আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে স্যার ফজলে হাসান আবেদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!