॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় রাজবাড়ীর এনজিও ধরণী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল ৭ই জানুয়ারী প্রতিবন্ধীদের বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের ৩৬জন ও ইয়াছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ১০জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ ও টিফিন বক্স) বিতরণ করা হয়। এরপর দুপুর ১টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ১নং সড়কের তালতলা এলাকায় অবস্থিত সংস্থার কার্যালয়ে ৫জন অসচ্ছল প্রতিবন্ধীর মধ্যে আয়বর্ধক সহায়তার অংশ হিসেবে উন্নত জাতের ৫টি ছাগল বিতরণ এবং শহরের পাবলিক হেলথ এলাকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সেবা নিতে আসা অসচ্ছল ১০জন প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা বাবদ নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়। প্রতিবন্ধীদের মধ্যে এসব সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে ধরণী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তৌফিক-এ-রব্বানী তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাদিয়া সুলতানা, অন্যান্যের মধ্যে প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শ্যামলী নিয়োগী, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।