॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের বার্ষিক নাট্যোৎসবে গতকাল ১৮ই ডিসেম্বর রাতে ‘বিনা মাইনের ঝি’ নাটক মঞ্চায়িত হয়।
গতকাল বুধবার রাত ৮টায় দ্বিতীয় দিনের নাটক শুরু হয়। নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে দ্বিতীয় দিনের নাট্যানুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালুখালী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা একেএম জয়নাল আবেদীন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা ও পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দে-সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নাট্যালোকের সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু ও নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু জানান, ৫দিন ব্যাপী নাট্যোৎসব বাকি দিনগুলো রাত ৮টায় নাটক শুরু হবে।
উল্লেখ্য, নাট্যালোক আয়োজিত ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বার্ষিক নাট্যোৎসব গত মঙ্গলবার রাতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উদ্বোধন করেন।