শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফেসবুকে লাইক-শেয়ার করার আগে সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে — জেলা প্রশাসক

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন/চঞ্চল সরদার॥ সারা দেশের ন্যায় রাজবাড়ীতে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই ডিসেম্বর সকালে ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’-প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, সেমিনার ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল সাড়ে ৯টায় কালেক্টরেটের আ¤্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক সেমিনার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন। অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রোগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, দৈনিক প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র রাতুল ইসলাম ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ছাত্রী খাদিজাতুল কোবরা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ফেসবুকে গুজবের কারণে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। বর্তমান তরুণ প্রজন্ন ভাইরাল হওয়া বেশী পছন্দ করে। একটা জিনিস ছেড়ে দিলো, সেটার অনেক শেয়ার হলো-এটাই তারা চায়। একসময় বলা হয়েছিল পদ্মা সেতু তৈরীতে মানুষের মাথা লাগবে। ছেলে ধরা সন্দেহে ঢাকায় এক নারীকে পিটিয়ে হত্যা করা হলো। আবার গুজব রটেছিল লবণ বাজারে থাকবে না। কাজেই আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদেরকে লাইক-শেয়ার করার আগে সত্যতা যাচাই করে নিতে হবে। যদি যাচাই না করা হয় তাহলে দেখা যাবে সমাজে নানা ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে। জাতিও বিপদে পড়তে পারে। কেউ যাচাই না করে কোন কিছুতে লাইক বা শেয়ার করলে তাকে কিন্তু ধরা যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে শাস্তি পেতে হবে। তাই সকলকে সচেতন হতে হবে। দিন দিন আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। একটা সময় কোন অফিসে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে সকল কাজ করা যাবে। কেউ কাজ ফেলে রাখলে সেটাও জানা যাবে। দিন দিন মানুষ ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে।
সেমিনার শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়কে এবং সরকারী প্রতিষ্ঠানের মধ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরকে সম্মাননা ক্রেস্ট প্রদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!