সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জঙ্গল ইউনিয়ন শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০১৭

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১৩ই মে বিকেলে জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জঙ্গল ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জঙ্গল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হান্নান মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুস সাত্তার খান, সহ-সভাপতি ক্ষিরোদ বরণ বসু, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক নারদ কুমার বাছার, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু বিশ্বাস, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খান ও জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শশধর ঘোষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তারেক বাবলু।
আলোচনা শেষে ২য় পর্বে সর্বসম্মতিক্রমে নিরঞ্জন বিশ্বাসকে সভাপতি, অনিল কুমার ঘোষকে সাধারণ সম্পাদক ও রিংকু অধিকারীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!