বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

হোগলাডাঙ্গী কামিল মাদরাসার নতুন অধ্যক্ষ মাওঃ মহিউদ্দিনের যোগদান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামীয়া কামিল মডেল মাদরাসার নতুন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ গত ১লা ডিসেম্বর কর্মস্থলে যোগদান করেছেন।
অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন অবসরে যাওয়ার পর গত ১৬ই নভেম্বর সুপ্রীম কোর্টের বার ভবনের ১৩০নং কক্ষে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম, ডিজির প্রতিনিধি প্রফেসর জিয়াউল আহসান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস সিদ্দিকীসহ নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিয়োগ পরীক্ষায় ১০জন প্রার্থীর মধ্যে মাওলানা মহিউদ্দিন আহমদ অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন।
গত ১লা ডিসেম্বর মাদরাসা কমিটির সহ-সভাপতি আলিমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, কালুখালী উপজেলার বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ মাদরাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা চালানোর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি মাদরাসা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!