॥মাহবুব হোসেন পিয়াল॥ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে গতকাল ২রা ডিসেম্বর সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর এনজিও ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাগুলো এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
এনজিও রাসিন-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, এনজিও এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, একেকে’র পরিচালক এম.এ জলিল, বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, পিডব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, রাসিন’র কর্মকর্তা সিরাজ-ই কবির খোকন, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, এনজিও’র উপকারভোগী শামেলা খাতুন ও লাইজু আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।