রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে —কাজী ইরাদত আলী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ১৯শে নভেম্বর বিকেলে বেলগাছী রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবলু প্রমুখ বক্তব্য দেন। সম্মেলন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
সম্মেলনে মোঃ আকতারুজ্জামান রঞ্জু চৌধুরীকে সভাপতি ও শেখ মোঃ আবু নাছিরকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উদ্বোধক কাজী ইরাদত আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একটি নাম। বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের কৃষক, খেটে খাওয়া মানুষ যাতে দু’বেলা পেট ভরে খেতে পারে। কৃষক তাদের ফসলের ন্যায় সঙ্গত মূল্য পায়। সমস্ত যুবক এবং যোগ্য ব্যক্তিত্ব যেন সঠিক মূল্যায়ন পায়। অথচ ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার বিপক্ষের শক্তি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতাকে হত্যা করেছিলেন। তারা চেয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশকে পাকিস্তান বানাবেন। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বিএনপি-জামাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি-জামাত প্রকাশ্যে মাঠে নেই তবে আওয়ামী লীগ এ সকল অপশক্তি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!