॥তনু সিকদার সবুজ॥ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বালিয়াকান্দি উপজেলার ২৬৫জন প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২০শে নভেম্বর সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম ও আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রত্যেক কৃষককে সরিষার বীজ এবং ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার প্রদান করা হয়।