॥কামরুল মিঠু॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত বড়লক্ষ্মীপুর গ্রামের বিরোধপূর্ণ ১০ শতাংশ জমির দখল ‘মামলার জয়ী পক্ষের অনুকূলে’ বুঝিয়ে দিয়েছে আদালত।
রাজবাড়ী সদরের সিনিয়র সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজা নুরের স্বাক্ষরিত দেওয়ানী জারী ০১/২০১০ নং মামলার দখলী পরোয়ানা মূলে গত ১২ই নভেম্বর বেলা ১১টার দিকে জেলা জজ আদালতের নাজির, এডভোকেট কমিশনার ও রাজবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জমির উপরে থাকা মামলার পরাজিত পক্ষ বারেক শেখ গংয়ের ঘর-বাড়ীসহ সকল স্থাপনা উচ্ছেদ করে ঢোল বাজিয়ে ও লাল নিশান টানিয়ে দখল করে মামলার জয়ী পক্ষ কবির উদ্দিন সরদার গংয়ের অনুকূলে জমিটি বুঝিয়ে দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে দখল সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর নেয়া হয়।
আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পাওয়া কবির উদ্দিন সরদার বলেন, প্রায় ২০ বছর আগে আমি ও আমার এক ভাই আমাদের মামা নূর আলী শেখের কাছ থেকে রেজিস্ট্রিকৃত দলিলমূলে জমিটি ক্রয় করি। জমিটি বিক্রি করে দেওয়ার পর মামা নূর আলী শেখ আরও কিছুদিন সেখানে থাকতে চাইলে মানবিক কারণে আমরা তাকে থাকতে দেই। পরবর্তীতে মামা নূর আলী শেখ মারা যাওয়ার পর তার ছেলে বারেক শেখসহ অন্যান্য ওয়ারিশরা ওই জমি ছাড়তে অস্বীকার করে জোরপূর্বক দখলে রাখে। নিরুপায় হয়ে আমি আদালতে মামলা দায়ের করি। এরপর দীর্ঘ আইনী লড়াই শেষে আদালতের মাধ্যমেই আমরা জমিটি বুঝে পেলাম। অনেক দেরীতে হলেও ন্যায় বিচার পাওয়ায় আমরা খুশি।