॥হেলাল মাহমুদ॥ ৬বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অবসরপ্রাপ্ত রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর মুনসুর মোল্লা (৬৫)কে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ১৯শে নভেম্বর দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করার বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। মুনসুর মোল্লা রাজবাড়ী শহরের হোসনাবাদ এলাকার মৃত আবেদ আলী মোল্লার ছেলে।
ধর্ষণের শিকার শিশুটির মা জানান, তারা মুনসুরের বাড়ীর একটি ফ্লাটে ভাড়া থাকেন। গত রবিবার দুপুরে তার মেয়ে স্কুল থেকে বাড়ী ফিরে খাওয়া-দাওয়া করে বাসার সামনে খেলছিল। এমন সময় লম্পট মুনসুর তার মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে নিজের ফ্লাটে নিয়ে মুখ ও দুই হাত চেপে ধরে জামা-প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করতে থাকে। একপর্যায়ে মেয়ের কান্না ও গোঙানির শব্দ পেয়ে তিনি মুনসুরের ফ্লাটে গেলে তাকে দেখে সে তার মেয়েকে ছেড়ে দেয়। ওই সময় তার মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে সবার সামনে তাকে ধর্ষণের চেষ্টার ঘটনা বর্ণনা করে। পরে তিনি বিষয়টি রাজবাড়ী থানায় জানান এবং মুনসুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রবিবার রাতেই অভিযুক্ত মুনসুর মোল্লাকে আটক করা হয়। পরে তাকে ওই শিশুর মায়ের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার(গতকাল ১৯শে নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়। এছাড়া রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে শিশুটির ডাক্তারী পরীক্ষা এবং বিচারকের কাছে নিয়ে জবানবন্দী রেকর্ড করানো হয়েছে।