॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুর দরবার শরীফে বার্ষিক মাহফিল গতকাল ১৭ই নভেম্বর সকাল ৭টা ৫মিনিটে দেশ-জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
রসুলপুর মাদ্রাসা ময়দানে কয়েক হাজার মুসল্লীর অংশগ্রহণে আখেরী মোনাজাত পরিচালনা করেন রসুলপুর দরবার শরীফের পীর(অন্ধ হাফেজ) আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী।
মোনাজাত চলে দীর্ঘ প্রায় ১০মিনিট। গভীর আবেগপূর্ণ মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথের দিশা এবং রসুলপুর দরবার শরীফের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তওফিক কামনা করে মহান আল্লাহ রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়।
মোনাজতের সময় বার্ষিক মাহফিলের ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে মুসল্লীরা ময়দানের পাশের সড়কে, দোকান ও যানবাহনের ছাদে অবস্থান নিয়ে দুই হাত তুলে মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকিনের আয়োজনে বালিয়াকান্দি উপজেলার রসুলপুর মাদ্রাসা ময়দানে ৩দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলে দেশে বরেণ্য ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন।