॥স্টাফ রিপোর্টার॥ কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৩ই নভেম্বর সন্ধ্যায় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক কবি সালাম তাসির।
আলোচনা সভায় জেলা শিল্পকলার কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, বিশিষ্ট লেখক এডভোকেট লিয়াকত নাজির, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী বে-সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আশিফ মাহমুদ, সহ-সভাপতি শাহ মুজতবা রশিদ কামাল, যুগ্ম-সম্পাদক আঞ্জুমান আরা ও রাজ্জাকুল আলম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইউসুফ বাশার আকাশ ও সদস্য মোহাম্মদ আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মোয়াজ্জেম হোসেন মজনু, এম.জি রব্বানী, আশিফ মাহমুদ, সংগীতা সাহা, শোভা বাউল, শারমিন ও রেদোয়ান প্রমূখ। কবিতা পাঠ করেন মোহাম্মদ আলী ও মোয়াজ্জেম হোসেন মজনু।
এর আগে সকালে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুস্পমাল্য অর্পন করেন সংগঠনটি।