এনজিও সমন্বিত নারী উন্নয়ন সংস্থা ও স্কাইলার্ক মহিলা সমিতির উদ্যোগে গতকাল ৫ই নভেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং ছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক(সিসি) ডাঃ আব্দুল কুদ্দুস এবং এনজিও ফেডারেশনের জেলা শাখার সভাপতি লুৎফর রহমান লাবু। প্রথম পর্বে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
বক্তাগণ উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে স্বাস্থ্য বিষয়ক দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, তোমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যোগ্য নাগরিক হতে হবে। আজকের আলোচনার বিষয়গুলো স্মরণ রাখতে হবে। সরকারের এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এছাড়াও সভায় সমন্বিত নারী উন্নয়ন সংস্থা ও স্কাইলার্ক মহিলা সমিতির পক্ষে তুষার কান্তি রায় ও তাহমিনা আক্তার স্ব-স্ব সংগঠনের কার্যক্রম উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে অতিথিগণ উপস্থিত কিশোরীদের(বিদ্যালয়ের ছাত্রী) মধ্যে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন -প্রেস বিজ্ঞপ্তি।