॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৩রা নভেম্বর বিকালে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামানা চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, প্রচার-প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, দেওয়ান আরাফাত হোসেন, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, বোয়ালিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে এক কলংকিত অধ্যায়ের সূচনা করা হয়। জাতি আর সেই কলংকিত অধ্যায় দেখতে চায় না। আলোচনা পর্বের শেষে শহীদ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম.মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামানের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।