॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন মাঝিপাড়ার চৌধুরী বাড়ী প্রাঙ্গণে ৪দিনব্যাপী কালীপূজা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত ২৭শে অক্টোবর এই শ্রীশ্রী কালী পূজা শুরু হয়। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আরতী প্রতিযোগিতা, ২৮শে অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৯শে অক্টোবর অষ্টকালীন কীর্তন অনুষ্ঠিত হয়। অষ্টকালীন কীর্তন পরিবেশন করেন সুজন গোস্বামী।
গতকাল ৩০শে অক্টোবর বিকালে শঙ্খ, উলুধ্বনি ও মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করের বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার। এ সময় পূজা কমিটির সভাপতি শিপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পূজা চলাকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ এবং সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পূজা মন্ডপ পরিদর্শন করেন।