॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত অডিট কর্মকর্তা আব্দুর রব(৬৯) গতকাল ২৪শে অক্টোবর সকাল ৮টার দিকে পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর এলাকার প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের নিকটস্থ নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার আছর নামাজের পর পৌরসভা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন পাংশা সরকারী কলেজের প্রভাষক ও কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। জানাজার নামাজে মরহুমের পারিবারিক, আত্মীয়-স্বজন, মসজিদের মুসল্লী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম আব্দুর রব কর্মজীবনে আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এমপিওভুক্ত সহকারী শিক্ষক, এলজিইডির কর্মকর্তা ও সবশেষে হিসাবরক্ষণ অফিসে চাকুরী করেন। পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিট কর্মকর্তা পদে থাকা অবস্থায় অবসরে যান তিনি। তার পৈত্রিক বাড়ী বৃহত্তর পাংশা উপজেলা বর্তমান কালুখালী উপজেলার সাওরাইল ইউপির চর পাতুরিয়া গ্রামে। তার পিতা মরহুম মৌলভী আব্দুল খালেক চরপাতুরিয়া মসজিদের ইমাম ও আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মৃত্যুকালে এক পুত্র সন্তান, পুত্রবধূ, এক ভাই ও এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।