॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের আওয়ামী লীগ সমর্থক রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার হত্যা মামলার ৫জন আসামীকে ২দিনের রিমান্ডে নিয়েছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
গত ২২শে অক্টোবর রাজবাড়ীর ২নং আমলী আদালতে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদনের উপর শুনানী শেষে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার প্রত্যেকের ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন বিকালেই তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
রিমান্ডে নেয়া ৫জন আসামী হলো ঃ দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি গ্রামের হানিফ মোল্লার ছেলে হাফিজুল ইসলাম(৩৮), মৃত মৈজদ্দিন শেখের ছেলে আঃ সামাদ শেখ(৫০), কালাম শেখের ছেলে মাসুদ রানা(২৪), আয়নাল মন্ডলের ছেলে আরিফ মন্ডল(৩০) এবং উত্তর চর পাঁচুরিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে ফজলু শেখ(৩২)।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আদালতের নির্দেশ মেনে আসামীদের জিজ্ঞাসাবাদ করে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার হত্যা মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে মামলার প্রধান আসামী গোয়ালন্দ উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল(৪৫) এর বিরুদ্ধে একই আদালতে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হলে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। গত ২১শে অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে গত ১৪ই অক্টোবর সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার(৩৫) নিহত ও উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয়। নিহত আবু ডাক্তার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে। এ ঘটনায় মোবারক মোল্লা বাদী হয়ে পরদিন ১৫ই অক্টোবর নজরুল মন্ডলকে ১নং আসামী এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার (৬৫)কে ২নং আসামী করাসহ ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনের অধিক আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মামলার প্রধান আসামী নজরুল মন্ডলকে নিহতের জানাযাস্থল থেকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করে।