॥স্টাফ রিপোর্টার॥ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ-জাপান এর মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, গত রাতের জাপানের রাজধানীতে ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট ও সম্রাজ্ঞী আয়োজিত অভিষেক পরবর্তী ভোজসভায় বাংলাদেশ রাষ্ট্রপতি তাদের এ আমন্ত্রণ জানান।
সম্রাট নারুহিতো ও তার স্ত্রী তাদের প্রাসাদে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৪শ অতিথিকে আপ্যায়ন করেন।
গতকাল বিকেলে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের নতুন সম্রাট ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ২হাজার নেতা ও প্রতিনিধির সামনে আনুষ্ঠানিকভাবে নিজেকের জাপানের ১২৬তম সম্রাট ঘোষণা করেন।
৮৫ বছর বয়সী এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর তার ৫৯ বছর বয়সী ছেলে নারুহিতো ১লা মে জাপানের সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন।
ভোজসভার সময় নারুহিতো আনুষ্ঠানিক টোইলকোট ও মেডেল পরিধান করেন। মাসাকো সাদা রঙের লম্বা পোশাক ও একটি মুকুট পরেন।
তারা জাপানি খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ই ফেব্রুয়ারী থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।
জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি বাংলাদেশের আর্থ সামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সম্রাট ওসম্রাজ্ঞীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় তাঁর সাথে ছিলেন।