শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল মঙ্গলবার আনন্দঘন পরিবেশে ২০১৯-২০২০ শিক্ষাক্রমের অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজের অনার্স ৭টি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিকার তুলে দিয়ে তাদেরকে বরণ করা হয়।
পাংশা সরকারী কলেজ চত্বরে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী বক্তব্য রাখেন।
তিনি পাংশা সরকারী কলেজকে নবঘোষিত পদ্মা বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা চালানোর গুরুত্বারোপ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির আন্তরিক প্রচেষ্টায় এ কলেজটি সরকারী হওয়ার সুবাদে ২০১৬ সালে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের সুযোগ হয়েছে তার। যোগদানের পর থেকে কলেজের শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা, কলেজ সিসি ক্যামেরার আওতায় আনা, ই-লাইব্রেরী প্রতিষ্ঠা, কলেজের সর্বমোট ৫৬টি শ্রেণি কক্ষের প্রতিটি কক্ষে ১টি করে ল্যাপটপ দিয়ে মাল্টিমিডিয়ায় ক্লাস চালু, প্রতিটি শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়াসহ সাউন্ড সিস্টেম যুক্ত করা, কলেজে এ্যাসেম্বেলী ক্লাস চালুসহ নানা উদ্যোগ নেওয়া হয়। কলেজ শিক্ষক পরিষদ ও সকল শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় রেজাল্টের দিক দিয়ে সারাদেশের ২হাজার ৯শত কলেজের মধ্যে পাংশা সরকারী কলেজটির স্থান ৩৩তম। কলেজের সুনাম অব্যাহত রাখতে ছাত্র-ছাত্রীদের ভালোমত লেখাপড়া করা, শিক্ষক ও পিতা-মাতার সাথে ভালো আচরণ করা, নৈতিকতা ও আদর্শ জীবন গঠনের আহবান জানান তিনি। সেইসাথে ছাত্র-ছাত্রীদের লাইব্রেরীমুখী হওয়ার পরামর্শ দেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী। জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ এ্যাওয়ার্ড, মাদার তেরেসাঁ গোল্ডকাপ এ্যাওয়ার্ড, শেরেবাংলা এ্যাওয়ার্ড, শান্তি নিকেতন এ্যাওয়ার্ডসহ অধ্যক্ষ হিসেবে অর্জিত সকল এ্যাওয়ার্ড পাংশা সরকারী কলেজকে উৎসর্গ করেন তিনি।
অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান মোঃ আমজাদ হোসেন, শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও মোহাম্মদ আব্দুর রউফ, কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান, বাংলা বিভাগের প্রধান মোঃ শরিফুল ইসলাম, গণিত বিভাগের প্রধান কে.এম বিল্লাহ খান, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোঃ আবু বকর, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ.বি.এম ফরিদ আহমেদ ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ তোফাজ্জেল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ।
এদিকে মঞ্চে চলতি ২০১৯ সালের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসাঁ গোল্ডকাপ সম্মাননা লাভ করায় অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট উপহার এছাড়া তিনজন কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট উপহার প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজবাড়ীর অথৈ ব্যান্ডের সঙ্গীত শিল্পী শাহ আলম ও ঢাকা থেকে আগত কণ্ঠশিল্পী নিশিসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!