শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রতনদিয়া ইউপির ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে সঞ্জয় কুমার হালদার নির্বাচিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন গতকাল ১৪ই অক্টোবর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সঞ্জয় কুমার হালদার(ফুটবল) প্রতীকে ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজুল ইসলাম(মোরগ) প্রতীকে ৫৪০ ভোট পেয়েছেন। দু’জনের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ১৩টি। অপর প্রার্থী খোকন শেখ তালা প্রতীকে পেয়েছেন ৩৭৯ ভোট।
রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের একমাত্র ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২হাজার ২৯৭ জন ভোটারের মধ্যে ১হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার প্রায় ৬৫ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ২৪টি ভোট বাতিল হয়।
উল্লেখ্য, রতনদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বতা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!