॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও ভারতীয় ইনজেকশনসহ ৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার বাগমারার সাগর এগ্রো ইন্ডাস্ট্রিজের সামনে আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ২টি যাত্রীবাহী বাসে তল্লাশী করে এসব মাদক উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে অহিদুজ্জামান রুবেল (২৫), একই এলাকার মৃত কালাচাঁদ মন্ডলের স্ত্রী খোদেজা বেগম (৫০), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভাদালীপাড়া গ্রামের ওয়াজ মিস্ত্রীর ছেলে দাউদ মিস্ত্রী (৩৫) এবং রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট গ্রামের সিরাজ মিয়ার ছেলে রায়হান হোসেন রাব্বী (১৯)। তাদের মধ্যে অহিদুজ্জামান রুবেল ও খোদেজা বেগমের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল, দাউদ মিস্ত্রীর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং রায়হান হোসেন রাব্বীর কাছ থেকে ২৯০০ বোতল ভারতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
সন্ধ্যায় রাজবাড়ী ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরীফ এসব তথ্য জানান। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ ফজলুল করিম, ডিবির ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম, এসআই হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।