জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।