॥স্টাফ রিপোর্টার॥ ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার কাশিমা কাটাখালীতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী, জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গিয়াসপুরী এবং ছোটভাকলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। সভাপতিত্ব করেন ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন। বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও এর প্রচার কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন। আলোচনা সভার শেষে উন্নয়নমূলক চলচ্চিত্র ও উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।