বুধবার, ১৪ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দীর্ঘ ১৫ বছর পর রাজবাড়ী সদর উপজেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত॥আফরিন সভাপতি-নাসরিন সাধারণ সম্পাদক

  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ দীর্ঘ ১৫ বছর পর সদর উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯শে সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুব মহিলালীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
সম্মেলনে সদর উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে ৫জনের নাম ঘোষণা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি। এরা হলেন- আফরিন মাহফুজা বেনু; সভাপতি, তামান্না রেশমী; সহ-সভাপতি, কাজী নাসরিন; সাধারণ সম্পাদক, সাহানুর রোজি ও উলফাত জাহান; যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মিনু আরা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন, আইন বিষয়ক সম্পাদিকা এ্যাডঃ উমা সেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতী বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, মহিলা আওয়ামী লীগের চেয়ে এখানে যুব মহিলা লীগ আরো বেশি শক্তিশালী। যদি যুব মহিলা লীগ শক্তিশালী হয় তাহলে আমার বিশ^াস যে কোন নির্বাচনে আমরা জয় লাভ করতে পারবো। তাই এই শক্তিকে কাজে লাগাতে হবে। যারা কাজ করবে দলের জন্য তাদেরকে মূল্যায়ন করতে হবে। সকলে নিজ নিজ জায়গা থেকে দলের জন্য কাজ করে যেতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমলে কোন দুর্নীতি করা যায় না। শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। আমাদের দায়িত্ব সংগঠনকে শক্তিশালী করা। রাজবাড়ীতে সহযোগী সংগঠনের মধ্যে যুব মহিলা লীগ অন্যতম শক্তিশালী সংগঠন। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু এখনো যায় নাই। আমরা সকল যড়যন্ত্রকে ভেঙে দিবো। শেখ হাসিনার সাহসিকতার কারণে আজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, ইতিমধ্যে আমরা যুব মহিলা লীগের কমিটি অন্যান্য উপজেলায় দিয়েছি। আজ রাজবাড়ী সদর উপজেলায় দেওয়া হবে। আপনাদের সংগঠনের সুসংগঠিত করা ছাড়া কোন বিকল্প নেই। আমি বলবো আজ যে কমিটি ঘোষণা করা হবে এই কমিটি আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবে। আগামী দিনে প্রত্যেকটা ইউনিয়নে যুব মহিলা লীগের শক্তিশালী একটা সংগঠন হবে। আমরা যুব মহিলা লীগকে শক্তিশালী করার জন্য আমরা সর্বত্রক সাহায্য সহযোগিতা করবো।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি জানান, রাজবাড়ী সদর উপজেলা যুব মহিলালীগের ৮১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। এর বেশিও হয়তো হতে পারে। আজ গুরুত্বপূর্ণ পদে ৫জনের নাম ঘোষণা করা হলো। আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করার জন্য উল্লেখিতদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। সম্মেলনে উপস্থাপনা করেন সাবেক ছাত্রলীগ নেতা এসএম মনিরুল ইসলাম মঈন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!