বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে জেলা প্রশাসকের কাছে পুনর্বাসন চাইলেন হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা

  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত হোসেন ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম আজম, স্বপ্ন হিজড়া উন্নয়ন সংঘের সভাপতি তানিশা ইয়াসমীন চৈতী, হিজড়া নেত্রী বিন্দু, মাহি প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ জন হিজড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হিজড়ারা বলেন, তাদের অনেকে সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় প্রতিনিয়ত অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় তারা জেলা প্রশাসকের নিকট তাদের পুনর্বাসন চান।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘আমি জেনেছি আমার আগের জেলা প্রশাসকের সময়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কার্যক্রম অনেকদূর এগিয়েছিল। সার্বিক খোঁজ-খবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য যতদূর করা সম্ভব তা করবো।’ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!