রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা পুলিশের দুর্গা পূজার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৫শে সেপ্টেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গা পূজার সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণসহ হিন্দু সংগঠন ও দুর্গা পূজা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা থানার অফিসার ইনচার্জ আলী আহসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, কালুখালী থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, বিশেষ শাখার অফিসার ইনচার্জ মির্জা আবুল কালাম আজাদ, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ পারিজাত কুমার পাল, সহ-সভাপতি জয়দেব কর্মকার, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, সদর উপজেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সভাপতি বিপ্লব ঘোষ, পাংশা উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে কিছু কিছু সময় এই সম্প্রীতি নষ্টের জন্য অনেক অপশক্তি চেষ্টা করে থাকে। আসন্ন শারদীয় দুর্গা পূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, সকল সম্প্রদায়ের জন্যই উৎসবের। রাজবাড়ীর সবগুলো মন্দিরই পুলিশের কাছে গুরুত্বপূর্ণ, তবে বিশেষ বিশেষ কিছু পূজা মন্ডপে জোরদার পুলিশী নিরাপত্তা থাকবে। প্রত্যেক পূজা মন্ডপে আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েনের পাশাপাশি পুলিশী টহল থাকবে। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে আনসার সদস্যের পাশাপাশি পুলিশও মোতায়েন থাকবে। কয়েকটি পূজার প্রতিমা পরে বিসর্জন দেয়া হবে। তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশী নজরদারী থাকবে। সূর্যাস্তের সাথে সাথে প্রতিমাগুলো বিসর্জন দিতে হবে।
উল্লেখ্য, এ বছর রাজবাড়ী জেলার মোট ৪২৩টি দুর্গা পূজার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১০২টি, গোয়ালন্দ উপজেলায় ২০টি, পাংশা উপজেলায় ১০০টি, কালুখালী উপজেলায় ৫৩টি ও বালিয়াকান্দি উপজেলায় ১৪৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ৪শ’ প্রতিমার ও বহরপুর ইউনিয়নের ১৪ হাত উচ্চতার দুর্গা প্রতিমার আকর্ষণীয় পূজা অনুষ্ঠিত হবে, যে পূজা দুইটি দেখতে ব্যাপক দর্শনার্থী সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!