॥স্টাফ রিপোর্টার॥ মিনা দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে”-স্লোগানকে সামনে রেখে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মিনা দিবসের তাৎপর্য, দিবসটি পালনের উদ্দেশ্য, শিক্ষার মানোন্নয়নে কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় তুলে ধরার পাশাপাশি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এ সময় সদর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও মিনা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।