বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক ‘শিশু সংলাপ’ অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)-এর রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২২শে সেপ্টেম্বর বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক ‘শিশু সংলাপ’ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে জেলা এনসিটিএফের পক্ষ থেকে রাজবাড়ীর শিশুদের সমস্যা, চাহিদা ও আকাঙ্খাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজবাড়ীর শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের বক্তব্য ও সুপারিশসমূহ শোনেন এবং এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদানসহ দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংলাপ অনুষ্ঠানটি শুরু হয়। এনসিএফের সদস্যরা শিশুদের নিরাপত্তা, ইভটিজিং, টিফিন, সমস্যা, ঝুঁকিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আতিয়া ইবনাত হিমি’র সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে জেলা এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রাপ্য প্রতিম সাহা কাব্য ও যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা নাবিলা অর্থি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম, সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার সুমনা শিল্পী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘আজকের এই সংলাপে রাজবাড়ীর শিশুদের নিয়ে আমি খুবই আশাবাদী হলাম। শিশুরা সেসব বিষয় তুলে ধরেছে সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা করা হবে। সুপারিশসমূহ বাস্তবায়ন করা হবে। আমি নিজে বিষয়গুলো তদারকি করবো।’
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা জেলা এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি বলেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সরকারী উদ্যোগে গঠিত জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্ন্যান্স প্রকল্পের আওতায় বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় এনসিটিএফের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এনসিটিএফের শিশুরা জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে সারা দেশের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে এবং শিশুদের সমস্যা সমাধানের জন্য তাদের সুপারিশসমূহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে নীতি-নির্ধারণী মহলে তুলে ধরে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর শিশুদের সমস্যা, চাহিদা ও আকাঙ্খাগুলো জেলার দায়িত্বশীল মহলের কাছে তুলে ধরার জন্য জেলা এনসিটিএফ রাজবাড়ীর শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি অতিথিগণ আমাদের সুপারিশসমূহ আমলে নিবেন এবং শিশুদের সমস্যার সমাধানসহ তাদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!