॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১৯শে সেপ্টেম্বর বিকালে শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার) মোঃ আবু তৈয়ব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস। অন্যান্যের মধ্যে জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রবি লাল দাস, সাধারণ সম্পাদক মিলন হেলা, সাংগঠনিক সম্পাদক নরেশ চন্দ্র হেলা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল। আলোচনা পর্বের শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।