॥দেবাশীষ বিশ্বাস॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর রাজবাড়ী জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি ও জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ‘জাতির জনকের কন্যা খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বলেই বাংলাদেশ আজ ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম করার ব্যাপারে সংসদে কথা বলেছি। স্টেডিয়ামের চারপাশে সুন্দর গ্যালারী নির্মাণ করা হবে।’
মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের উদ্বোধনী খেলায় রাজবাড়ী সদর উপজেলা বালিকা একাদশ ১২-০ গোলে রাজবাড়ী পৌরসভা বালিকা একাদশকে হারিয়ে জয়লাভ করে।
আজ ১৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এবং বিকাল সাড়ে ৩টায় টুর্নামেন্টের আরও ২টি খেলা অনুষ্ঠিত হবে।