॥শেখ মামুন॥ রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম মিয়া মোঃ কায়েম উদ্দিন স্মৃতি পরিষদের পক্ষ থেকে কলেজের ৯জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল ১৭ই সেপ্টেম্বর দুপুরে কলেজের একটি শ্রেণী কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির অর্থ, বই ও সনদপত্র তুলে দেয়া হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী খান।
অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষক পরিষদের নেতা মোঃ আক্তার হোসেন, শিক্ষক বদর উদ্দিন, মরহুম মিয়া মোঃ কায়েম উদ্দিনের ছেলে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষক শাহ্নেওয়াজ পারভেজ ও মেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ সুফিয়া ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম মিয়া মোঃ কায়েম উদ্দিনকে স্মরণ করে বলেন, রাজবাড়ী থেকে যারা মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। ২০০১ সালে তিনি মৃত্যুবরণ করার পর ২০০২ সাল থেকে স্মৃতি পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। পরিমাণ যাই হোক না কেন-এই বৃত্তি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করতে উদ্বুদ্ধ করবে। আলোচনা পর্বের শেষে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ৩টি বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির ৩৮হাজার টাকা, বই ও সনদপত্র বিতরণ করা হয়।