॥তন্ময় কুমার বিশ্বাস॥ বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে রাজবাড়ী সরকারী কলেজের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে বড়পুল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট, উপাধ্যক্ষ এ.এম জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মুহাম্মদ সরোয়ার মোর্শেদ খান প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, পহেলা বৈশাখ কোন জাতির ধর্মীয় উৎসব নয়। এটা সমগ্র বাঙালী জাতির উৎসব। এটা বাঙালীর ঐতিহ্য। এটা আমাদের বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক আকতার হোসেন।