বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মৌরাটে ইউনিয়নের মেম্বার শওকত হত্যাকান্ডের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগ নেতা শওকত মন্ডল হত্যাকান্ডে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকেলে এক প্রতিবাদ সভা বাগদুুলী বাজারস্থ মৌরাট ডিজিটাল সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্বৃত্তদের হামলায় নিহত শওকত মন্ডল মৌরাট ডিজিটাল সংগঠন নামক ক্লাবের সাধারণ সম্পাদক, বাগদুলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও মৌরাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গত ১০ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাগদুলী বাজারে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করে অজয় বিশ্বাসের পলাশ ফার্মেসী নামক ওষুধের দোকান থেকে জোর করে টেনে হেঁছড়ে বের করে রাস্তার উপর নিয়ে হাতুড়ী ও রড দিয়ে বেধরক পিটিয়ে শওকত মন্ডলকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত শওকত মন্ডলকে প্রথমে পাংশা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। পরদিন গত বুধবার মাগরিবের নামাজের পর বাগদুলী হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এলাকার হাজারো মানুষ জানাজার নামাজে অংশ নেয়। স্বজনরা অশ্রুসিক্ত ভালোবাসায় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা শওকত মন্ডলকে চিরবিদায় জানায়।
এদিকে হত্যাকান্ডের ৩দিন পর গতকাল শনিবার বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করে নিহত শওকত মন্ডলের হাতে গড়া মৌরাট ডিজিটাল সংগঠন।
মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান, মৌরাট ডিজিটাল সংগঠনের সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে মৌরাট ইউপি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদার ও সহ-সভাপতি এবিএম লিয়াকত আলী খান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দুর্বৃত্তদের হাতে ইউপি মেম্বার শওকত মন্ডলের নৃশংসভাবে হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত ও হত্যাকান্ডের মদদদাতাদের বিষয়ে কারো কোনো তথ্য জানা থাকলে তা গোপনে পুলিশ প্রশাসনকে জানানোর আহবান জানান।
বক্তারা বলেন, হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রতি আমাদের আস্থা আছে। সুষ্ঠুভাবে তদন্ত হলে হত্যাকান্ডের সাথে জড়িতরা সনাক্ত ও গ্রেফতার হবে। প্রতিবাদ সভায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
প্রতিবাদ সভায় মৌরাট ডিজিটাল সংগঠনের যুগ্ম সম্পাদক ও মৌরাট ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার এনায়েত হোসেন এনা, মৌরাট ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আমীর মহাজন, মৌরাট ডিজিটাল সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, মৌরাট ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার মোঃ কায়েমুজ্জামান সরদার, মৌরাট ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, মৌরাট ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনু মাধব কুন্ডুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে নিহত ইউপি মেম্বার শওকত মন্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ রওশন আলী সরদার।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!