রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের এলাইল গ্রামের অটো চালকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৭৭,৪৪৩ টাকা হাতিয়ে নেয়ায় সাদ্দাম হোসেন ওরফে আপন(২২) নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ১০ই সেপ্টেম্বর রাতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন গ্রামের মৃত শাহীদ মীরের ছেলে। গতকাল ১১ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে সাদ্দামকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল ১১ই সেপ্টেম্বর অটো চালক আমিরুল ইসলাম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ২/৩জনকে আসামী করে রাজবাড়ী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪(২)/৩৫(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানার মামলা নং-১৪।
মামলার অন্যান্য আসামীরা হলো ঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন গ্রামের খালেক শেখের ছেলে আশরাফুল ওরফে শোয়েব(২৫), বোবা বিশ^াসের ছেলে বাবুল(৩০), মন্টু(৪০), পিতা-অজ্ঞাত, শাপলু(২৮), পিতা-অজ্ঞাত ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন(৩৭)।
জানা যায়, গত ৩১শে আগস্ট বিকাশ প্রতারক চক্রের সদস্য সাদ্দাম অটো চালক আমিনুলের মোবাইলে ফোন করে জানায় ভুল করে তার ব্যবহৃত মোবাইলের বিকাশে ১৫হাজার টাকা চলে গেছে। তখন অটো চালক আমিনুল তার মোবাইল চেক করে দেখেন কোন টাকা আসেনি। এর কিছুক্ষণ পর সাদ্দাম আবার ফোন করে জানায় আপনি কিছু মনে করবেন না আপনার নম্বরটি আমি বিকাশ অফিসে অভিযোগ করে বন্ধ করে দিয়েছি। এরপর বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে একজন ওই অটো চালককে বলেন আপনার বিকাশ নম্বরটি বন্ধ আছে। এখন নতুন একাউন্ট চালু করার জন্য আমরা আপনাকে নতুন একটি পিন নম্বর দিচ্ছি। এই বলেই ওই বিকাশ কর্মকর্তা অটো চালককে ২৪৯০০ নম্বরের একটি পিন নম্বর প্রদান করে বলেন উক্ত পিন নম্বরটি সেন্ট করলে আপনার মোবাইলে ম্যাসেজ আসবে সেটা আমাকে দিবেন। তার কথা মতো তিনি তার নিজের ব্যবহৃত মোবাইলে আসা ম্যাসেজ নম্বরটি দেন। এরপর ওই বিকাশ কর্মকর্তা তাকে আবার ফোন করে বলেন আপনি আপনার বিকাশ নম্বরে ২৪৯০০ টাকা সেন্টমানি করুন তাহলে আপনার বিকাশ একাউন্ট চালু হয়ে যাবে। তখন ওই অটো চালক তার বিকাশন ম্বরে ২৪৯০০টাকা সেন্টমানি করেন। এভাবে বিকাশ প্রতারক চক্র ওই অটোচালকের কাছ থেকে সর্বমোট ৭৭,৪৪৩টাকা হাতিয়ে নেয়।
রাজবাড়ী থানার ওসি(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, বিষয়টি ওই অটো চালক থানায় জানালে গত ১০ই সেপ্টেম্বর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজার এলাকা থেকে ১০২০০ টাকাসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সাদ্দাম স্বীকার করে সে নিজে ও পলাতকরা মিলেমিশে বিভিন্ন লোকের এনআইডি কার্ড ও ছবি সংগ্রহ করে ইব্রাহিম হোসেনের কাছে দিতো। ইব্রাহিম ভূয়া বিকাশ একাউন্ট করে দিতো। পরে তারা সুবিধামত কোন ডিজিটাল সিষ্টেম বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!