॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এবং মোঃ হাবিবুল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল ৮ই সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া বাজার ও আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুরে অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ ও দন্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় ভান্ডারিয়া বাজারের রাজমার্ট ফুডস প্রোডাক্টস নামের একটি বেকারীকে ৪০ হাজার টাকা এবং ইন্দ্রনারায়ণপুরের টোকন, শাহিন ও আলাউদ্দিন নামের ৩ জন মুদী দোকানীকে যথাক্রমে ১ হাজার, ১৫শত ও ৫শত টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ আনসার সদস্যের একটি দল অভিযানে সহায়তা করে। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাদ্য-পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।