॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৬ই সেপ্টেম্বর বিকালে মাটিপাড়ার আমিন উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, উপ-দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভুঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সহ-সভাপতি মুক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ বক্তব্য রাখেন।
রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মোঃ আহসান উল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল হোসেন শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন শিকদার ও সহ-সভাপতি হাবিব বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলন সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, বিএনপি-জামাতের সময় এদেশের কেউ ভালো ছিল না। আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা সবাই ভালো আছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই আমরা এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো।
তিনি আরও বলেন, আজকের এই সম্মেলনে যারা নতুন নেতৃত্বে আসবেন তারা মানুষের জন্য কাজ করবেন। হাইব্রিড লোকজনকে প্রশ্রয় না দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বেই দলকে পরিচালিত করতে হবে। দলের মধ্যে কোন ধরনের বিভেদ রাখা যাবে না। মিলেমিশে কাজ করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মোঃ আহসান উল্লাহ মিয়াকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিদায়ী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লাসহ মোট ৪জন প্রার্থী হন। তাদের মধ্যে একজন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও পদ প্রত্যাশী অপর ৩জন অনড় থাকায় পরবর্তীতে দিন-ক্ষণ ঠিক করে ভোটাভুটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।