বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে নানা আয়োজনে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৬ই সেপ্টেম্বর সকাল ১০টায় সালমান শাহ দর্শক ফোরাম রাজবাড়ীর উদ্যোগে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সালমান শাহ’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ৫টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সালমান শাহ দর্শক ফেরামের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক টিটন কুমার দে, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ হিরু, গণেশ কুমার কুন্ডু, প্রচার সম্পাদক আলামিন সরদার প্রবণ, কোষাধ্যক্ষ গৌতম বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক চায়না বিশ্বাস, সুমা কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, সালমান শাহ’র মৃত্যুর পর ২৩টি বছর পার হলো। অথচ আজও তার মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের বিচার হলো না। যারা সালমান শাহ’র মৃত্যুর ঘটনার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ঢাকার চলচ্চিত্রের তৎকালীন জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যু হয়। ১৯৯২ সালে জনপ্রিয় একটি হিন্দি সিনেমার অফিসিয়াল রিমেক ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে আসেন সালমান শাহ। সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। পর্দায় তার পেশাক-পরিচ্ছদ, সংলাপ বলার ধরণ, অভিনয়-দক্ষতা সবকিছু মিলিয়ে দর্শকদের মনে স্থান করে নেন তিনি। পরিচিতি পান ‘রোমান্টিক হিরো’ হিসেবে। ক্যারিয়ারের মাত্র ৪বছরে তার অভিনীত ২৭টি চলচ্চিত্র মুক্তি পায়, যার অধিকাংশ ছবিই ছিল আলোচিত ও ব্যবসা সফল। ভক্তদের কাছে তার মৃত্যু এখনও বড় একটি রহস্য হিসেবেই রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!