॥স্টাফ রিপোর্টার॥ বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৫ই সেপ্টেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
অভিযানকালে যথাযথভাবে মোড়ক ব্যবহার না করার দায়ে বাপ্পী আইসক্রীম ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৩হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে একই আইনের ৫২ ধারায় ইসলাম এন্টারপ্রাইজ ও অরিন ইলেক্ট্রনিক্স নামের ২টি দোকানকে যথাক্রমে ৩ হাজার ও ২হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ এবং লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়।