বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ভ্রাম্যমান আদালতে বিনা টিকিটে ট্রেন ভ্রমনকারী ৪৩জন যাত্রীর জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশনে গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে রাজশাহী-গোয়ালন্দ ঘাট গামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ৪৩জন বিনা টিকিটের যাত্রীর নিকট থেকে মোট ৪হাজার ৫৭০ টাকা ভাড়া ও জরিমানা আদায় করেে ভ্রাম্যমান আদালত।
বিনা টিকিটে ভ্রমণ অপরাধে রেলওয়ে আইন ১৮৯০ এর আওতায় পৃথক ৩টি মামলায় ৩৭জনের নিকট থেকে ৩হাজার ৮৮৭টাকা জরিমানা এবং ৬জন বিনা টিকিটের যাত্রীর নিকট থেকে ৬৮৩ টাকা ভাড়া আদায় করা হয়।
জানা যায়, গতকাল ১লা সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পাংশা রেলওয়ে স্টেশনে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় রাজশাহী-গোয়ালন্দ ঘাট গামী আন্তঃনগর মধুমতি ট্রেনের বিনা টিকিটের মোট ৪৩জন যাত্রীর নিকট থেকে মোট ৪হাজার ৫৭০ টাকা জরিমানা ও ভাড়া আদায় করা হয়।
পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোস্তাফিজুর রহমান, পাংশা থানা পুলিশ ও পাংশার বিভিন্ন ইউনিয়ের গ্রাম পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
উল্লেখ্য, পাংশা রেলওয়ে স্টেশনে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সেখানে দায়িত্বপালনরত মহাদেব বিশ্বাস(৫০) নামের একজন গ্রাম পুলিশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!