॥শেখ মামুন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৯শে আগস্ট সন্ধ্যায় শহরের পৌর ইউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিহাদুর রহমান জিহাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন, বিশেষ অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুন্সি হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মুরাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী ফরহাদ হোসেন ফারুক, প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক চঞ্চল চৌধুরী, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, রাজবাড়ী পৌর শাখার সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি কাজী শামসুর রহমান।