রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৮শে আগস্ট বিকালে তার অফিস কক্ষে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ২জন মালিক কামরুন নাহার ও আব্দুল মতিন পাটোয়ারীকে ক্ষতিপূরণের ৬৪ লক্ষ ৯৪ হাজার ৪৩২ টাকার ও ১ কোটি ৭৪ লক্ষ ৮৯ হাজার ৭৩৭ টাকার চেক প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।