॥শিহাবুর রহমান॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে সুজায়েত হোসেন(২২) নামে যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল ২৭শে আগস্ট নিহত সুজায়েত হোসেনের মা ডাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে গোয়ালন্দ থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। গোয়ালন্দ থানার মামলা নং-৪০, ধারাঃ ৩০২। মামলায় দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার হাসান শেখের ছেলে ইমন শেখ (২০)কে আসামী করা হয়েছে।
গত ২৬শে আগস্ট সন্ধ্যার দিকে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়া আটক করে ইমনকে পুলিশে সোপর্দ গ্রেফতার করে। নিহত সুজায়েত ও ইমন পরস্পর বন্ধু বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সুজায়েত ও ইমনের বাড়ী পাশাপাশি। বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সুজায়েতের সাথে ইমনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে সুজায়েত ও ইমন শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে সুজায়েতের পেটসহ বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সুজায়েতের মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে গতকাল ২৭শে আগস্ট গোয়ালন্দ থানা পুলিশ কিলার ইমনকে আদালতে প্রেরণ করলে সে ফৌঃ কাঃ বিঃ’র ১৬৪ধারায় জবানবন্দী প্রদান করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।