॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোটারীয়ান প্রভাত দাস বিষ্ণু’র মা রেনুকা দাসের বার্ষিক শ্রাদ্ধ ও তার চাচী রেখা রাণী দাসের শ্রাদ্ধ অনুষ্ঠান গতকাল ২৬শে আগস্ট দিনাজপুরের রায়সাহেব বাড়ীর লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রভাত দাস বিষ্ণু ও তার সহধমিনী সুপ্রিয়া দাস দীপা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রভাত দাস বিষ্ণু’র কাকীমা রেখা রাণী দাস গত ১৪ই আগস্ট দুপুরে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। প্রভাত দাস বিষ্ণু’র মা প্রয়াত রেনুকা দাসের বার্ষিক শ্রাদ্ধও তিথি অনুযায়ী একই দিনে হওয়ায় তাদের দু’জনের শ্রাদ্ধ অনুষ্ঠান এক সাথে আয়োজন করা হয়।