॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ২৫শে আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, সহকারী কশিনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম, কালুখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাছিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাঃ হাওয়া খাতুন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মোল্লা সাগর প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, একটি দপ্তরের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে অন্য দপ্তরের কাজের ক্ষতি হোক-এটা আমি আশা করি না। সেদিকে লক্ষ্য রেখে সকল দপ্তরের কর্মকর্তাদের কাজ করতে হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে সম্বয়নের মাধ্যমে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।