বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির নবাবপুর উচ্চ বিদ্যালয়ের দুই জেএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে অনিয়ম

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের ২জন জেএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্লাস রোল অনুযায়ী তাদের রেজিস্ট্রেশন না করে মেধাবী শিক্ষার্থীদের পাশে রেজিস্ট্রেশন করা হয়েছে।
যে ২জন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে এই অনিয়ম করা হয়েছে তারা হলো- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর খানের ছেলে সিনীদ খান এবং সহকারী শিক্ষক তাইজুল ইসলামের মেয়ে তামান্না।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বিগত বছরগুলোতে ক্লাস রোল অনুযায়ী রেজিস্ট্রেশন হয়ে আসছে। কিন্তু এবার তারা রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর করতে গেলে দেখতে পায় ছেলেদের রোল নম্বর ২ এর পাশে রোল নম্বর ২৩ (সিনীদ খান) এবং মেয়েদের রোল নম্বর ১ এর পাশে রোল নম্বর ৭ (তামান্না) এর রেজিস্ট্রেশন করা হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে জানালে তিনি বলেন, ‘বিষয়টি আমার অজান্তে হয়েছে। যারা রেজিস্ট্রেশন কমিটিতে ছিল তাদের সাথে কথা বলে পরে বিষয়টি দেখবো।’ কিন্তু পরবর্তীতে আর কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এজাজ কায়সার বলেন, যদি ওই বিদ্যালয়ে এভাবে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে অন্যায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!