বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিলের পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

॥মোখলেছুর রহমান॥ কালুখালীতে রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিলের পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত ১৯শে আগস্ট দুপুরে প্রধান অতিথি হিসেবে এই পাট ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন গোল্ডেশিয়া জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইরাদত আলী। এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ফাইভ স্টার পাট ক্রয় কেন্দ্রের সত্ত্বাধিকারী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, গোল্ডেশিয়া জুট মিলের পরিচালক অরূপ দত্ত হলি, শরিফুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোঃ বেলায়েত হোসেন, কুষ্টিয়ার আলামিন জুট মিলের এমডি সজীব, সোনাপুর বাজারের পাট ব্যবসায়ী কাজী শরিফুল ইসলাম, কালুখালী বাজারের পাট ব্যবসায়ী হাফেজ মাওলানা আব্দুল মালেক, মোনায়েম খান, নারুয়া বাজারে পাট ব্যবসায়ী আব্দুল হালিম এবং সোনালী ব্যাংক ও উউনিয়ন ব্যাংকের কালুখালী শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন এলাকার পাট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পাট ক্রয় কেন্দ্রের উদ্বোধনকালে কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ী জেলার কৃষকদের পাটের ন্যায্য মূল্য প্রাপ্তি ও বেকারত্ব দূর করার উদ্দেশ্যে আমরা গোল্ডেশিয়া জুট মিলটি তৈরী করেছি। এতে জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এলাকার মানুষ নিজের বাড়ীতে থেকে-খেয়ে কাজ করতে পারছে। তিনি পাট ক্রয় কেন্দ্রে ন্যায্য মূল্যে পাট বিক্রির জন্য পাট চাষীদের প্রতি আহ্বান জানান।
পাট ক্রয় কেন্দ্র ফাইভ স্টারের সত্ত্বাধিকারী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস বলেন, এখানে ন্যায্য মূল্যে নগদ টাকায় পাট ক্রয় হবে। পাট ক্রয়ের ক্ষেত্রে শতভাগ সঠিক ওজন নিশ্চিত করা হবে এবং পাট ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!